ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অনলাইন আতঙ্ক মোমোর ইঞ্জিনিয়ার গ্রেফতার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৩১ আগস্ট ২০১৮

অনলাইনে এক আতঙ্কের নাম মোমো। মরণফাঁদ ব্লু-হোয়েলের পর ভারতজুড়ে নতুন আতঙ্ক এই মোমো। মোমোর ফাঁদে পা রাখার জন্য অনেককেই এসএমএস বা অনলাইনে আমন্ত্রণ জানানো হয়েছে।

কিছু দিন ধরে কলকাতায় মোমো আতঙ্ক নিয়ে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের সূত্র ধরে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।  

পূর্ববর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল অরিন্দম পাত্র নামে ওই যুবককে গ্রেফতার করে। তিনি দুর্গাপুর বিসি রায় পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার সকালে তাকে কেতুগ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মোমোকাণ্ডের সঙ্গে ওই ছাত্র জড়িত বলে ধারণা পুলিশের।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জয়কৃষ্ণ পালকে মোবাইলে মোমো খেলার প্রস্তাব দিয়ে মেসেজ পাঠিয়েছিল এই যুবক। ফোনের সূত্র ধরেই অরিন্দমের কাছে পৌঁছায় পুলিশ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি